মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
- আপডেট সময় : ০২:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ৪০ বার পড়া হয়েছে
মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত। নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার ১০ মার্চ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি বিশেষ অতিথি হিবেসে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক যুব উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ ছয়ফুল ইসলাম, লিডার আশরাফুর রহমান প্রমুখ।
শেষে ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন।