মহাদেবপুরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রনেতাদের শিক্ষা প্রতিষ্ঠান সফর
- আপডেট সময় : ১২:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
মহাদেবপুরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রনেতাদের শিক্ষা প্রতিষ্ঠান সফর
দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ছাত্র নেতাদের সফরের অংশ হিসেবে বুধবার ১৩ নভেম্বর দিনব্যাপী মহাদেবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সফর করেন ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।
সফরে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ-সভাপতি নাজমুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার মাহমুদ ও জামিল মোরসালিন প্রমুখ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মামুন বিন দোহা, মহাদেবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম, যুগ্ন আহ্বায়ক গোলাম কিবরিয়া, মেহেরাব হোসেন, সদস্য সচিব রিপন মাহমুদ,১ নং সদস্য আতিকুর রহমান আতিক ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখার সদস্য সচিব বাবুল দাস, ছাত্রনেতা আবু হানিফ মন্ডল, রহমত আলী সহ বিভিন্ন ইউনিটের ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
ছাত্রনেতারা সফর কালে নাটশাল টিবিএম কলেজ, জাহাঙ্গীরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ এবং জাহাঙ্গীরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশ নায়ক তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেন।
শেষে ছাত্রনেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।