মহাদেবপুরে এলজিইডি’র উদ্যোগে দুঃস্থ নারীদের সঞ্চিত অর্থের চেক বিতরণ
- আপডেট সময় : ০৩:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
মহাদেবপুরে এলজিইডি’র উদ্যোগে দুঃস্থ নারীদের সঞ্চিত অর্থের চেক বিতরণ
নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার ৭ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মহাদেবপুরের উদ্যোগে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি -৩ ( RERMP-3) শীর্ষক প্রকল্পের আওতায় দু:স্থ নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এউপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।
বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল আলম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ প্রমুখ।
এ সময় উপসহকারী প্রকৌশলী রাজিব হোসেনের সঞ্চালনায়,উপ-সহকারী প্রকৌশলী জহুরুল হক ও কমিউনিটি অর্গানাইজার মৌসুমী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার শতাধিক প্রকল্পের আওতায় দুঃস্ত নারীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। অপরদিকে সঞ্চিত অর্থের চেক পেয়ে দিপালী পাহান, ফেন্সি আক্তার,বিউটি বানু, রেহেনা পারভীন সহ অনেকেই বেদায় খুশি বলে তাদের অভিমতে জানান।