মহাদেবপুরে উপায় মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০২:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে উপায় মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের বকের মোড় নামক স্থানে স্বপ্ন ফ্রেন্ডস এর কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপায় এর রিজিওনাল ম্যানেজার নুরুজ্জামান তুহিন ও এরিয়া ম্যানেজার খালেদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন স্বপ্ন ফ্রেন্ডসের চেয়ারম্যান ইকতিয়ার উদ্দিন দুরন্ত, ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা, পরিচালক মাহমুদুন নবি টিটু, মাহাথী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ও উপায় এর ডিস্ট্রিবিউটর এস এম মারুফ আরাফাত, সিনিয়র লিডার আব্দুল মতিন প্রমুখ।
উল্লেখ্য স্বপ্ন ফ্রেন্ডসের সহযোগী প্রতিষ্ঠান মাহাথী এন্টার প্রাইজের এজেন্ট জেলার মান্দা উপজেলার চকখোপা গ্রামের সাইফুল ইসলামের পুত্র আসলাম হোসেন একটি ১০০ সিসি মটরসাইকেল ও উপজেলার মধুবন গ্রামের ওয়াজেদ আলীর পুত্র নাসির উদ্দিন মাইক্রো ওভেন পুরস্কার লাভ করেন।
সবশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।