সংবাদ শিরোনাম ::
‘মন তুই বড্ড একা’- “স্নিগ্ধ মৌ’র” কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ২১০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ ডেস্কঃ
‘মন তুই বড্ড একা’
——————-****——————-
কেউ কারো নয়, ভেবেছিলাম জীবনটা
মস্ত বড় দামী।
যেখানে সুখের সাগর অনেকখানি।
সবকিছু পথভ্রষ্ট সময় নিলাম জানি।
নদীর স্রোতের মতো ভেসে চলে মন
বলে দেয় এটা করিস না, কি করে করবি ভ্রমণ
মন তুই করিস জ্বালাতন।
হতাশ জীবনের শান্তির হাওয়া,
কখনো হয় না পাওয়ার সীমারেখা।
তবুও মন ছুটছে দেখ অতুল সাগরে দিশেহারা।
মন তুই আর ভাবিস না কিছু, ধরেছিস তুই কত কিছুর পিছু।
যার যেমন চাওয়া পাবি না তুই তার দেখা,
সীমিত চাওয়া সেটাকে বলে ছত্রছায়া।
গড়ে ছিলাম ভালোবাসার ঘর, সেখানেও দেখি অনেক ফাঁকা।
নিলজ্জ তুই বেহায়াও তুই
তাইতো তোকে করছে অবহেলা।
মন তুই বড্ড একা, পাবি না তার সীমারেখা।