ভালো কাজের জন্য রাজশাহীতে পুলিশকে পুরস্কার প্রদান!
- আপডেট সময় : ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ৩০ বার পড়া হয়েছে
ভালো কাজের জন্য রাজশাহীতে পুলিশকে পুরস্কার প্রদান!
এম এম মামুন, রাজশাহী:
রাজশাহীতে পান ব্যবসায়ীর ডাকাতি হওয়া টাকা উদ্ধারের ঘটনায় শাহমুখদুম জোনের পুলিশকে ভালো কাজের জন্য পুরস্কার প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে টার সময় আরএমপি সদরদপ্তরে, পোস্টাল একাডেমির সামনে ডাকাতির ঘটনায় ৬ ঘন্টার মধ্যে ডাকাতি হওয়া ১৬ লক্ষ ৮৪ হাজার ৯৪০ টাকা, দেশীয় অস্ত্র উদ্ধার, ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা-সহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে শাহমখদুম থানা পুলিশ গ্রেপ্তার করে।
এমন ভাল কাজে উৎসাহ প্রদানের লক্ষে শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নূরে আলম, সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী পিপিএম ও সহকারি পুলিশ কমিশনার সুকুমার মোহন্ত, শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসানসহ অভিযান পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে পুলিশ কমিশনার পুরস্কার প্রদান করেন।