ভানোর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী রফিকুলের হাটসভায় জনসমুদ্র
- আপডেট সময় : ০৩:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ২১৯ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের হাটসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ নভেম্বর) বিকাল ৫টায় ভানোর ইউনিয়ন পরিষদ চত্বরে হাটসভায় মোটরসাইকেল প্রতিকের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। এতে জনসমুদ্রে পরিণত হয় ভানোর ইউনিয়ন মাঠ।
ভানোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অপূর্ব কুমার রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামসহ মোটরসাইকেল প্রতিকের কর্মী-সমর্থকেরা এতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন-রফিকুল ইসলামের মোটরসাইকেল প্রতিক এবার বিপুল ভোট পেয়ে নির্বাচিত হবে।
ভানোর ইউনিয়নে ৫ জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। ভানোর ইউনিয়নে ১৯ হাজার একশত ৬৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৩১৭ জন এবং পুরুষ ভোটার ৯ হাজার ৮৫২ জন।