ভয়েস অব ঝিনাইগাতী’র উদ্যোগে ঈদ সামগ্রী পেলেন দুই শতাধিক

- আপডেট সময় : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
ভয়েস অব ঝিনাইগাতী’র উদ্যোগে ঈদ সামগ্রী পেলেন দুই শতাধিক
‘ঈদে হাসি ফুটুক সবার মুখে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে সামাজিক সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসব ঈদ সামগ্রী প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল-আমীন,উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. শাহজাাহান আকন্দ,যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান প্রমূখ।
জানা গেছে,প্রবাসী বাংলাদেশী ড.জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে পাঁচ সদস্যের একটি পরিবারের জন্যে পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, পিঠা, মুড়ি, ডাল ও আলু প্রদান করা হয়।