বড়াল নদী থেকে উদ্ধারকৃত বৃদ্ধার মরদেহের পরিচয় পাওয়া গেছে
- আপডেট সময় : ০৬:৩২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ ডেস্কঃ
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে গত ১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) উদ্ধারকৃত বৃদ্ধার ভাসমান মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম পাতাজান বেগম।
নিহত পাতাজান বেগম (৭০) পার্শ্ববর্তী লালপুর উপজেলার ২ নং ঈর্শ্বদী ইউনিয়নের শিবনগর কাজি পাড়া গ্রামের মৃত হুজুর আলীর স্ত্রী ছিলেন বলে জানায় তার নাতি সজল মন্ডল (মেয়ের ছেলে)।
খবরটি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, লালপুর কাজি পাড়া থেকে আসা সজলের দেয়া বিবরণ এবং তার কাছে থাকা পাসপোর্ট সাইজের ছবি দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় যে ওই মৃত্যু বৃদ্ধার পরিচয় সঠিক। তবে এই পরিচয়টি যাচাইয়ের মাধ্যমে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তবে পরিচয় পাওয়ার আগেই লাশ উদ্ধারের পরদিন বুধবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আদালতের আদেশে বাগাতিপাড়া মডেল থানার তত্ত্বাবধানে অজ্ঞাত লাশ হিসেবে বাগাতিপাড়া পৌরসভার সহযোগিতায় (আঞ্জুমান) পোড়াবাড়িয়া কবরস্থানে মরহুমার দাফন সম্পূর্ণ করা হয় বলেও জানান ওসি।
উল্লেখ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকাল আটটার দিকে বড়াল নদীতে বৃদ্ধাকে ভাসতে দেখতে পান স্থানীয় একজন। পরে গ্রাম পুলিশকে খবর দিলে তার মাধ্যমে ঘটনা স্থলে আসে থানা পুলিশ। বেলা ১২টার দিকে আসে পিবিআই এবং দুপুর একটার দিকে আসে সিআইডি। পরে মৃত দেহ উপরে উঠানো হয়। পরিচয় সনাক্তের অনেক চেষ্টা করেও তা পারা যায়নি। এবং মৃত্যুর কোন আলামত ও পাওয়া যায় নি। তবে ওই স্থানেই একটি পুটলি পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। সেই পুটলিতে পুরাতন ছেঁড়া-ফাঁটা কিছু পলিথিন ও কাগজ ছিলো।