বড়াল নদীতে ভেসেছিল বৃদ্ধার মরদেহ

- আপডেট সময় : ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে ভাসমান অজ্ঞাত এক বৃদ্ধার (৭৫) মরদেহ উদ্ধার করেছ পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সাজা মালঞ্চি এলাকায় বড়াল নদী (কসবার “দ”) থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আটটার দিকে বড়াল নদীতে অজ্ঞাত এক বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখতে পান জনি নামে স্থানীয় এক ব্যক্তি। এ সময় তিনি গ্রাম পুলিশকে খবর দিলে তার মাধ্যমে ঘটনা স্থলে আসে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। এরপর বেলা ১২টার দিকে আসে পিবিআই এবং দুপুর একটার পরে আসে সিআইডি। তারা আসার পরে মৃত দেহ উপরে উঠানো হয়।
অজ্ঞাত মৃত ওই বৃদ্ধার পরিচয় সনাক্তের জন্য অনেক চেষ্টা করেও তার কোনো কিছু সনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি প্রাথমিক সুরাতহালেও মৃত্যুর কোন আলামত পাওয়া যায়নি। তবে ওই স্থানেই একটি পুটলি পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। সেই পুটলিতে কিছু শীম, পুরাতন ছেঁড়া-ফাঁটা কিছু পলিথিন ও কাগজ রয়েছে। সকালের ধারণা এটা তারই।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহসিন আলী এই প্রতিবেদককে বলেন, মৃত দেহটি উদ্ধার করে পিবিআই এবং সিআইডি মৃত্যুর কারণ ও পরিচয় সনাক্তের চেষ্টা করে। তবে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।