সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে গলায় গামছা ও রশি পেচানো হিরো’র মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ৪২ বার পড়া হয়েছে
বড়াইগ্রামে গলায় গামছা ও রশি পেচানো হিরো’র মরদেহ উদ্ধার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
বড়াইগ্রামে গলায় গামছা ও রশি পেচানো হিরো’র মরদেহ উদ্ধার। নাটোরের বড়াইগ্রামে হিরো নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ মার্চ) সকাল ৭টায় দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতারপার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হিরো (৩০) উপজেলার ধানাইদহ পুর্বপাড়ার বিদ্যুৎ প্রামানিকের ছেলে।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজি জানান, এদিন সকালে গলায় গামছা ও রশি পেচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুবকটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত।