ব্র্যাকের বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ৩১ বার পড়া হয়েছে
ব্র্যাকের বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
রাণীনগর, নওগাঁ প্রতিনিধি:
ব্র্যাকের বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত। নওগাঁর রাণীনগরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা প্রসাশনের সহযোগিতায় এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী নওগাঁ জেলা ব্র্যাকের আয়োজনে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,ব্র্যাকের নওগাঁ জেলা আঞ্চলিক অফিসের সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রি, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, খট্রেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী মহাদেবপুর শাখার সেলস অফিসার মহসীন রেজা, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী রাণীনগর শাখার এসোসিয়েট অফিসার (সেলস) মাহফুজা খাতুন। এছাড়া শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।