বেলপুকুরে আম বাগানে ঝুলছিল বাপ্পির লাশ
- আপডেট সময় : ০১:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ৪১ বার পড়া হয়েছে
বেলপুকুরে আম বাগানে ঝুলছিল বাপ্পির লাশ
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বেলপুকুরে আম বাগানে ঝুলছিল বাপ্পির লাশ।
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় বাবার উপর করে বাপ্পি (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহত বাপ্পি বেলপুকুর থানার চকজামিরা গ্রামের বাবুল হোসেনের ছেলে। বুধবার রাতে আত্মহত্যার ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। ওসি জানান, নিহত বাপ্পি বেলপুকুর বাজারে একটি গ্যারেজে কাজ করতো। বুধবার (৩০ মার্চ) তার বাবা অন্যের দোকানে কাজ না করে জামিরা বাজারে একটি দোকান নিয়ে ব্যবসা করতে বলেন। এ বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয় বাপ্পি। রাতে বাড়ি না আসায় সকালে পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করেন। এসময় স্থানীয় লোকজন বেলপুকুর বাজার সংলগ্ন মন্টুর আমবাগানে বাপ্পির ঝুলন্ত লাশ দেখে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। বেলপুকুর থানা পুলিশ বাপ্পি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।