বৃষ্টি উপেক্ষা করে জামায়াত ইসলামীর সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৭:০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
বৃষ্টি উপেক্ষা করে জামায়াত ইসলামীর সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নাটোরের নলডাঙ্গায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলা জামায়াত ইসলামীর সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে উপজেলা শাখার আমীর আব্দুর ররের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর নাটোর জেলা শাখার আমীর ড.মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াত ইসলামীর নাটোর জেলা শাখার নায়েবে আমীর ইউনুস আলী,নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল,জামায়াত ইসলামীর নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারী ড.জিয়াউল হক জিয়া প্রমুখ। এসময় বৃষ্টি উপেক্ষা করে শত শত জামায়াত নেতাকর্মিরা সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া আলোচনা সভায় যোগ দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জামায়াত শিবির একটি সুসংগঠিত দল।বাংলাদেশ জামায়াত ইসলামী ভাবধারা পরস্পরের সহযোগিতা ও ভাতৃত্ববোধের মাধ্যমে একটি কল্যান রাষ্ট হিসেবে গড়ে তুলে কোরআন ও রাসুল (সাঃ) এর সুন্নাহের আলোকে ইসলামী রাষ্ট প্রতিষ্ঠা করে দেশ পরিচালনা করা হবে। এছাড়া সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য গড়ে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।