বিষ ছিটিয়ে কৃষকের ৩ বিঘা জমির পাকা ধান বিনষ্ট

- আপডেট সময় : ০২:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ২৯৫ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় ক্ষতিকর আগাছানাশক বিষ প্রয়োগ করে শফিকুল নামে এক কৃষকের ৩ বিঘা জমির পাকা ধান বিনষ্ট কবেছে দুর্বৃত্তরা।
শক্রবার রাতে উপজেলার কৈডালা গ্রামে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক শফিকুল ওই গ্রামের ওফিজ উদ্দিনের ছেলে।
শফিকুল জানান, তার তিন বিঘা জমিতে রোপণ করা আমন ধান পেকে গেছে। এই সপ্তাহের মধ্যে ধান কেটে ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু কতিপয় দুর্বৃত্ত তার পাকা ধানে বিষ দিয়ে বিনষ্ট করেছে। শুক্রবার গভীর রাতে কে বা কারা তার জমির পাকা ধানে বিষ প্রয়োগ করেছে। তিনি দুর্বৃত্তদের সনাক্ত করা সহ সুষ্ঠ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন।
সিংড়া উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা বলেন, ফলবান বাগানের আগাছা দমনের জন্য এক ধরনের আগাছা নাশক বিষ রয়েছে। ধারনা করা হচ্ছে কে বা কারা রাতের অন্ধকারে পাকা ধানের জমিতে ওই আগাছঅ নাশক স্প্রে করে ধান বিনষ্ট করেছে। এধরনের বিষ প্রয়োগ দন্ডনীয় অপরাধ। ক্ষতিগ্রস্থ কৃষকের সাথে কারো বিরোধ থাকতে পারে। যারা এই কাজটি করেছে বলেই ধারনা করা হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকি থানায় এবিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।