বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন অপহরণ হওয়া দেলোয়ার!
- আপডেট সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন অপহরণ হওয়া দেলোয়ার!
নাটোর প্রতিনিধি
অবশেষে নানা ঘটনা ও জল্পনা-কল্পনার পর নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন অপহরণ ও মারধরের শিকার দেলোয়ার হোসেন পাশা। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত চিঠিতে দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
প্রথম দফায় অংশ নেয়া প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ শেষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় দেলোয়ার হোসেন পাশাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষনা করা হয়।
রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ বলেন, কোনো পদে একক প্রার্থী থাকলে আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় অতিবাহিত হওয়ার পরের দিন রিটার্নিং কর্মকর্তা তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারেন। যেহেতু সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন ছাড়া অন্য কোনো প্রার্থী নেই তাই আজ দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তবে ভাইস চেয়ারম্যান পদে নির্ধারিত তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।