ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার দায়ে ২জনের ১০ বছর করে কারাদন্ড সংঘাতহীন সম্প্রীতির ধামইরহাট নির্মানের লক্ষ্যে আলোচনাসভা ও মানববন্ধন কোরআনের শাসন দিয়ে আমরা বাংলাদেশ গড়তে চাই- ডা. শফিকুর রহমান রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন উদ্বোধন করতে গিয়ে কাঁদলেন শহীদ সাকিবের বাবা নলডাঙ্গায় দেয়ালে লেখা জয় বাংলা শ্লোগান মুছে দিল ছাত্রদল নাটোরে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মোহনপুরে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল্ট বিতরন মান্দায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ দেড় দশক পর রাজশাহীতে জামায়াতের সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা!

বিএনপি নেতা মিজানের বহিষ্কার চান তানোরের নেতাকর্মীরা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা মিজানের বহিষ্কার চান তানোরের নেতাকর্মীরা

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের বহিষ্কার দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণের সময় দলের নেতাকর্মীদের বাধা দেওয়া এবং তাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে তারা মিজানের বহিষ্কার দাবি করেন। মিজান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তানোর পৌরসভার সাবেক এই মেয়র রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিনের অনুসারী। যারা সংবাদ সম্মেলন করেন তারা আরেক মনোনয়নপ্রত্যাশী গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারী। গত রোববার বিকালে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফার লিফলেট বিতরণ করতে গিয়ে তানোরে ‘হামলার’ শিকার হন তারেক। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজশাহী নগরীর অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ুন কবির বকুল। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, উপজেলা তাঁতীদলের নেতা বদর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফিজুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, চর আষাড়িয়াদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ৩১ দফার বার্তা মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে দেশজুড়ে কর্মসূচি চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় তানোর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের জন্য সুলতানুল ইসলাম তারেক নেতাকর্মীদের নিয়ে তানোর উপজেলায় যান। তখন সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নির্দেশনায় তার ভগ্নিপতি তানোর পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, যুবনেতা জুবাসহ ৮-১০ জন হামলা চালান এবং লিফলেট বিতরণে বাধা দেন। এতে তারেক আঘাতপ্রাপ্ত হন। সংবাদ সম্মেলনে বলা হয়, হামলার সময় চারটি মাইক্রোবাসের সামনের দিকের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে প্রবীণ বিএনপি সমর্থক ওয়ার্ড যুবদলের সভাপতি বজলুর রহমানের বাবা চোখ ও মাথায় বাঁশের আঘাত পেয়েছেন। হামলাকারীরা সন্ত্রাসী কায়দায় ইট নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। হুমায়ুন কবির বকুল বলেন, তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে শান্ত হয়নি, পুণরায় সাবেক মেয়র মিজানের নির্দেশে লিফলেট বিতরণে যারা অংশগ্রহণ করেছিল তাদের তালিকা করেছেন এবং রাস্তায় কাউকে একা পেলে মারধর করা হচ্ছে। সোমবার সকালে আজিজুর রহমান অন্তরকে একা পেলে মারধর করা হয়। হামলায় আহত হয়ে এক ঘন্টা তিনি অচেতন ছিলেন। বিকালে ফয়সাল মন্ডল মিঠুন নামের আরেকজনকে মারধরা করা হয়েছে।

তিনি বলেন, হামলাকারী কৃষকলীগ নেতা হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে নির্যাতন করেছেন। তিনি বিএনপি নেতা মিজানের ভগ্নিপতি। তাই মিজান তাকে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক করেছেন। গত ৫ আগস্টের পর থেকে মিজান এলাকায় সরকারি পুকুর, গভীর নলকূপ ও ডিস দখলসহ বিভিন্ন অপকর্ম করছেন। তিনি তানোরে আওয়ামী লীগ কাদায় মিজানতন্ত্র কায়েম করার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেললে বলা হয়, হামলার ঘটনায় পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তারা এখন জেলা বিএনপির নির্বাহী কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ দেবেন। তারা সাবেক মেয়র মিজানুর রহমানসহ হামলাকারী অন্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান বলেন, হামলার দিন আমি ঢাকায় ছিলাম। কারা হামলা করেছে সেটা আমি জানতামই না। রাজনৈতিক কারণে আমাকে জড়িয়ে তারা এ ধরনের সংবাদ সম্মেলন করেছেন। সব অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, তাঁর ভগ্নিপতি হাবিবুর রহমান হাবিব কোনদিন কৃষকলীগ করেননি। তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। তিনিও কোন হামলায় অংশ নেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতা মিজানের বহিষ্কার চান তানোরের নেতাকর্মীরা

আপডেট সময় : ০৩:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

বিএনপি নেতা মিজানের বহিষ্কার চান তানোরের নেতাকর্মীরা

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের বহিষ্কার দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণের সময় দলের নেতাকর্মীদের বাধা দেওয়া এবং তাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে তারা মিজানের বহিষ্কার দাবি করেন। মিজান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তানোর পৌরসভার সাবেক এই মেয়র রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিনের অনুসারী। যারা সংবাদ সম্মেলন করেন তারা আরেক মনোনয়নপ্রত্যাশী গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারী। গত রোববার বিকালে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফার লিফলেট বিতরণ করতে গিয়ে তানোরে ‘হামলার’ শিকার হন তারেক। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজশাহী নগরীর অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ুন কবির বকুল। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, উপজেলা তাঁতীদলের নেতা বদর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফিজুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, চর আষাড়িয়াদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ৩১ দফার বার্তা মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে দেশজুড়ে কর্মসূচি চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় তানোর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের জন্য সুলতানুল ইসলাম তারেক নেতাকর্মীদের নিয়ে তানোর উপজেলায় যান। তখন সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নির্দেশনায় তার ভগ্নিপতি তানোর পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, যুবনেতা জুবাসহ ৮-১০ জন হামলা চালান এবং লিফলেট বিতরণে বাধা দেন। এতে তারেক আঘাতপ্রাপ্ত হন। সংবাদ সম্মেলনে বলা হয়, হামলার সময় চারটি মাইক্রোবাসের সামনের দিকের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে প্রবীণ বিএনপি সমর্থক ওয়ার্ড যুবদলের সভাপতি বজলুর রহমানের বাবা চোখ ও মাথায় বাঁশের আঘাত পেয়েছেন। হামলাকারীরা সন্ত্রাসী কায়দায় ইট নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। হুমায়ুন কবির বকুল বলেন, তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে শান্ত হয়নি, পুণরায় সাবেক মেয়র মিজানের নির্দেশে লিফলেট বিতরণে যারা অংশগ্রহণ করেছিল তাদের তালিকা করেছেন এবং রাস্তায় কাউকে একা পেলে মারধর করা হচ্ছে। সোমবার সকালে আজিজুর রহমান অন্তরকে একা পেলে মারধর করা হয়। হামলায় আহত হয়ে এক ঘন্টা তিনি অচেতন ছিলেন। বিকালে ফয়সাল মন্ডল মিঠুন নামের আরেকজনকে মারধরা করা হয়েছে।

তিনি বলেন, হামলাকারী কৃষকলীগ নেতা হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে নির্যাতন করেছেন। তিনি বিএনপি নেতা মিজানের ভগ্নিপতি। তাই মিজান তাকে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক করেছেন। গত ৫ আগস্টের পর থেকে মিজান এলাকায় সরকারি পুকুর, গভীর নলকূপ ও ডিস দখলসহ বিভিন্ন অপকর্ম করছেন। তিনি তানোরে আওয়ামী লীগ কাদায় মিজানতন্ত্র কায়েম করার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেললে বলা হয়, হামলার ঘটনায় পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তারা এখন জেলা বিএনপির নির্বাহী কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ দেবেন। তারা সাবেক মেয়র মিজানুর রহমানসহ হামলাকারী অন্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান বলেন, হামলার দিন আমি ঢাকায় ছিলাম। কারা হামলা করেছে সেটা আমি জানতামই না। রাজনৈতিক কারণে আমাকে জড়িয়ে তারা এ ধরনের সংবাদ সম্মেলন করেছেন। সব অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, তাঁর ভগ্নিপতি হাবিবুর রহমান হাবিব কোনদিন কৃষকলীগ করেননি। তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। তিনিও কোন হামলায় অংশ নেননি।