সংবাদ শিরোনাম ::
বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ ২৫৭ বার পড়া হয়েছে
খলিল মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর বগুড়া মহাসড়কে বাশের ব্রিজ নামক স্থানে নাটোরগামী বসুন্ধরা বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০৯৬৩) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাসেল আহমেদ (২৮) নামে এক যুবক ঘটনাস্থলে মারা যান। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার সময় এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহী রাসেল আহমেদ নন্দিগ্রাম উপজেলার রনবাঘা বাজার এলাকার দাতমানিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
নিহত রাসেল’র আত্নীয়-স্বজন তাহার মৃতদেহ তাহার নিজ বাড়িতে নিয়ে যায়। ঘাতক বাসটিকে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজওয়ানুন ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অনুরোধে লাশটি দাফন করার জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।