বাবার কাছে শেখা নেশার টাকা জোগাড় করতে চুরি; এক যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
বাবার কাছে শেখা নেশার টাকা জোগাড় করতে চুরি; এক যুবক গ্রেফতার
সাইদুল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাবার কাছে শেখা নেশার টাকা জোগাড় করতে চুরি; এক যুবক গ্রেফতার। রাজশাহীর বাঘায় বাবার কাছে থেকে শেখা নেশার জন্য অর্থ জোগাড় করতে চুরির ঘটনায় রাকিবুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জোতকাদিরপুর গ্রামে এক স্কুল শিক্ষকের বাড়িতে চুরি করতে গিয়ে সে আটক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাকুড়িয়া গ্রামের আবদুস সালামের ছেলে রাকিবুল ইসলাম। বাবার মাদক সেবন করতেন দেখে ছেলে রাকিবুল ইসলাম দীর্ঘদিন থেকে নানা রকম মাদক সেবন শুরু করে। বর্তমানে হেরোইন সেবন করেন তিনি। পরিবারের লোকজন তাঁকে বুঝিয়ে কোনমতে মাদকসেবন থেকে বিরত রাখতে পারেনি। সুযোগ পেলে বাড়ির থালা বাসন চুরি করে নিয়ে যায়। বাড়িতে কোন কিছু চুরি করার সুযোগ না পেয়ে জোতকাদিরপুর গ্রামের স্কুল শিক্ষক এসকান্দার আলীর বাড়িতে চুরি করতে যায়। এ সময় হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে।
এ বিষয়ে রাকিবুলের বাবা আবদুস সালাম বলেন, আমি নেশা করি। তবে নিয়ন্ত্রণের মধ্যে থেকে। কিন্তু আমার নেশা করা দেখে আমার ছেলে কঠিনভাবে নেশাগ্রস্থ হয়ে পড়েছে বুঝতে পারেনি। তবে আগেও পারিবারিকভাবে তাকে বুঝিয়ে ভাল করতে পারিনি।
উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আমিরুল ইসলাম বলেন, পাকুড়িয়া সম্পূর্ণটায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা। উপজেলার মধ্যে পাকুড়িয়া ইউনিয়নের বেশিরভাগ এলাকায় নেশার অভয়াশ্রম হিসেবে পরিচিত। এই এলাকার উঠতি বয়সের যুবকরা নেশার সাথে বেশি সম্পৃক্ত হয়ে পড়েছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বাবার কাছ থেকে নেশা করা শিখেছে বলে জানান ছেলে রাকিবুল। বর্তমানে নেশা ছাড়া থাকতে পারেনা। এ কারণে নিরুপায় হয়ে চুরি করতে গিয়ে আটক হয়েছে। তার নামে একটি চুরির মামলা হয়েছে। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।