বাঘায় ৭০ লিটার মদসহ এক মহিলা গ্রেপ্তার, মদের কারখানা উচ্ছেদ
- আপডেট সময় : ০৪:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
বাঘায় ৭০ লিটার মদসহ এক মহিলা গ্রেপ্তার, মদের কারখানা উচ্ছেদ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বাঘায় ৭০ লিটার মদসহ এক মহিলা গ্রেপ্তার, মদের কারখানা উচ্ছেদ। নিজ বাড়ীর মধ্যে স্বামী-স্ত্রী মিলে চালাচ্ছিলেন একটি বাংলা মদের কারখানা। ব্যবসা ভালই জমে উঠেছিলো। হটাৎ করেই পুলিশের হানা। এরপর ৭০ লিটার মদ-সহ আটক হলেন স্ত্রী রুপালী বেগম।
রবিবার (২০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার পলাশী ফতেপুর এলাকায় এ অভিযান চালিয়ে মদের কারখানা উচ্ছেদ করা হয়।
বাঘা থানা পুলিশ জানান, রবিবার সকাল ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পালাশী ফতেবপুর এলাকার নজরুল শিকদার(৫৫)এর বাড়িতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন বাঘা থানার উপ-পরিদর্শক(এস.আই) প্রজ্ঞাময়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক ও মদ তৈরীর কারিগর নজরুল ইসলাম। ঘটনার এক পর্যায় পুলিশ ঐ বাড়ি থেকে বাংলা মদ তৈরীর সরঞ্জাম এবং ৭০ লিটার মদ-সহ আটক করেন নজরুলের স্ত্রী রুপালী বেগম(৪৫)কে।
পলাশী ফতেবপুর গ্রামের রমজান আলী জানান, নজরুল শিকদার এবং তার স্ত্রী রুপালী বেগম মিলে অনেকদিন ধরে বাংলা মদ তৈরী করে আসছেন। অনেকেই এদের ভয়ে এতোদিন মুখ খুলেনি। তবে আকষ্মিক ভাবে পুলিশ ঘটনা স্থালে এসে মদ তৈরীর কারখানা উচ্ছেদ সহ তৈরীর সরঞ্জাম জব্দ করায় জনমনে স্বস্তি ফিরেছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় স্বামী-স্ত্রী দুথজনকে অভিযুক্ত করে মাদক দ্রব্য আইনে একটি মামলা রেকর্ড করে রুপালী বেগমকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। নজরুল শিকদারকে প্রেফতারের প্রচেষ্টা অভ্যাহত।