সংবাদ শিরোনাম ::
বাঘায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক-২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
সাইদুল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারী) ভোর ৫টার দিকে উপজেলার হরিরামপুর পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়েছে।
জানা যায়, উপজেলার আলাইপুর গ্রামের আকবর আলীর ছেলে ফিটু আলী (২২) ও হুজুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০) বাঘা সীমান্ত এলাকা থেকে রোববার ভোরে ৪৮ বোতল ফেন্সিডিল নিয়ে উপজেলা সদরে আসছিল। তারা হরিরামপুর পাকা রাস্তার উপর পৌছলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। এ সময় তাদের তল্লাসি করে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, দুপুরে তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা এলাকা দীর্ঘদিন থেকে গোপনে মাদকের ব্যবসা করে আসছিল বলে জানান তিনি।