বাঘায় স্কাউটস সম্প্রসারণে সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ৩২ বার পড়া হয়েছে
বাঘায় স্কাউটস সম্প্রসারণে সভা অনুষ্ঠিত
সাইদুল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘায় স্কাউটস সম্প্রসারণে সভা অনুষ্ঠিত।রাজশাহীর বাঘায় সকল মাদ্রাসা, ভোকেশনাল ও কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকদের নিয়ে কাব/স্কাউটস সম্প্রসারণের লক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা, স্কাউটসের সদস্য সচিব জোতরাঘোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতি করেন উপজেলা স্কাউটস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। উপস্থিত ছিলেন, স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার জাফর ইকবাল, উপজেলা কমিশনার আনজারুল ইসলাম, উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সোলাইমান হোসেন, প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ ১০টি মাদ্রাসা ও ৩০টি কিন্ডার গার্টেন স্কুলের প্রধান ও পরিচালকগণ।