বাঘায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

- আপডেট সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
বাঘায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মীরগঞ্জ সাজির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মীরগঞ্জে পারিবারিক কাজ শেষে মোটরসাইকেলযোগে লালপুরের দিকে যাচ্ছিল ওই দুজন। এ সময় মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিঁটকে রাস্তায় পড়ে যায় তারা। এ সময় আখ বোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে তারা গুরুতর আহত হয়।
পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রাক ও আখ বহন করা ট্রলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। পথে তাদের মোটরসাইকেল সাজের বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এ সময় আখ বোঝায় ট্রলির চাকায় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই সেই আখ বোঝায় ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়। তাদের মৃত্যুর বিষয়ে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে।