বাঘাইছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক খাদে, ৬ শ্রমিক নিহত, আহত ৮!
- আপডেট সময় : ০৩:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
বাঘাইছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক খাদে, ৬ শ্রমিক নিহত, আহত ৮!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংখাজনক। নিহত ও আহত শ্রমিকরা সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সীমান্ত সড়কের কাজ শেষে ড্রাম ট্রাকে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পরে গাড়ী দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬জন নিহত ও ৮জন আহত হয়।
বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনা এলাকাটি দূর্গমতার কারণে আহতদের সেনাবাহিনীরা সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানোর চেষ্টা চালানো হয়। তবে তাৎক্ষণিক কারও নাম পরিচয় জানা যায়নি।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদও এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ৫ থেকে ৬ জন নিহতের খবর পাওয়া গেলেও আমরা এখনো পর্যন্ত নিহতের প্রকৃত তথ্য নিশ্চিত হতে পারিনি। সাজেক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। পরবর্তীতে তাদের মাধ্যমে সেখানকার ঘটনার বিস্তারিত জানা যাবে।