বাগেরহাটে ১২ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ১৯৩ বার পড়া হয়েছে
বাগেরহাট (খুলনা) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে হাবিবুল্লাহ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মধ্য বিশারীঘাটা গ্রামের এক বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। তার ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন।
মৃত হাবিবুল্লাহ হাওলাদার (১৮) উপজেলার মধ্য বিশারীঘাটা গ্রামের কৃষক আউয়াল হাওলাদারের ছেলে।
আউয়াল হাওলাদার জানান, মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হাবিবুল্লাহ তার মায়ের সাথে কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। সারা রাত খুঁজে হাবিবুল্লাহর কোন সন্ধান পাওয়া যায়নি। পরে প্রায় ১২ ঘন্টা নিখোঁজ থাকার পর আজ সকালে গলায় চাদার দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বাগানে তার মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিন মন্ডল বলেন, হাবিবুল্লাহর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।