সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া মহিলা সমবায়ীদের মাঝে ২৫ লাখ টাকার চেক বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় আইজিএ পাপোষ ও দুগ্ধ প্রকল্পে সমবায় সমিতির ২৫ জন মহিলা সমবায়ীদের মাঝে ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারী) সকালে সমবায় কার্যালয় এর সহযোগিতায় উপজেলার মুরাদপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোঃ আব্দুল মজিদ, জেলা সমবায় কর্মকর্তা হোসেন শহীদ। এছাড়াও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার সাজ্জাদ হোসেন এবং স্থানীয় সমাজসেবক আতাউর রহমান প্রমূখ।