বাগাতিপাড়া থেকে স্কুল ছত্রের মরদেহ উদ্ধার!
- আপডেট সময় : ০৭:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৪২ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া থেকে স্কুল ছত্রের মরদেহ উদ্ধার!
নিউজ ডেস্কঃ
বাগাতিপাড়া থেকে স্কুল ছত্রের মরদেহ উদ্ধার! নাটোরের বাগাতিপাড়া থেকে জাহিদুল নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ আগস্ট) সকালে উপজেলার কাফকো গ্রামের ফসলি জমির থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (১৬) বাগাতিপাড়া সদর ইউনিয়নের কাফকো গ্রামের দিনমজুর কৃষক রাশেদুল ইসলামের ছেলে। সে পাশের নাটোর সদর উপজেলার পিরগঞ্জ (সাধুপাড়া) হাই স্কুলের ছাত্র এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, এসএসসি পরীক্ষার্থী জাহিদুল সদর উপজেলার দরাবপুর গ্রামে তার নানা বাড়িতে থাকতো। গতকাল শনিবার দুপুরে
নাটোরে একজনকে রক্ত দান করতে হবে এমন কথা বলে নানা বাড়ি থেকে বের হয়। কিন্ত সে আর নানা বাড়ি বা বাবার বাড়িতেও ফেরেনি। আজ রোববার সকালে বাবার বাড়ির (কাকফো) অদুরে একটি ফসলি জমিতে তার মৃতদেহ উপর হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় ইউপি সদস্যে মারফত পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসার পর তার মৃত দেহ সনাক্ত করে স্থানীয় ও তার পরিবারের লোকজনেরা।
এদিকে এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা, সিআইডিও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের বোন রাশেদা অভিযোগ করে বলেন, তার ভাইকে হত্যা করা হয়েছে আর তারা তার ভাইয়ের হত্যাকারিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
নাটো্রের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফজলুর রহমান মোহসিন জানান, নিহতের শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারনা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনাটি অধিকতর গুরুত্ব দিয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই তদন্ত করে দেখছে এবং বলেও তিনি জানান।