বাগাতিপাড়া একটি শান্ত উপজেলা হিসেবে দেশে পরিচিতি আছে- ইউএনও প্রিয়াংকা দেবী পাল
- আপডেট সময় : ১০:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ৩২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
এই এলাকায় এযাবৎ অপ্রীতিকর কোনো রকম ঘটনা ঘটেনি। বাগাতিপাড়া একটি শান্ত উপজেলা হিসেবে দেশে পরিচিতি আছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে সময় লাগেনা। তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে সেদিকে দৃষ্টি রাখতে হবে। আমরা চাইনা এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে দেশে সে বিষয় নিয়ে সমালোচনার ঝড় উঠুক।
সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের বড়াল সভা কক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসকল কথা বলেন, সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল।
উক্ত সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এর বক্তব্যের রেস ধরে বলেন, শারদীয় দুর্গাপূজায় কেউ যদি কোনো প্রকারের বিশৃঙ্খলার সৃষ্টি করে বা করতে চায় তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ছোট খাটো ২\৪ টি বিষয় ছাড়া বাগাতিপাড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় এই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হাদী, থানা আ’লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি আল-আফতাব খান সুইট প্রমূখ।
এছাড়া আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মহাতাব উদ্দিন, বাগাতিপাড়া প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ ফজলুর রহমান প্রমূখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।