বাগাতিপাড়ায় ৬ বছরের শিশুকে বলাৎকার চেষ্টায় অভিযুক্ত আটক
- আপডেট সময় : ০৭:৫৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ৬ বছরের শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে মজিবর রহমান (৬৫) কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর মা বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধায় উপজেলার তমালতলার কুঠি বাঁশবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানায়ায়, শিশুটিকে মজিবর রহমান কৌশলে তার বসত ঘরে ডেকে যৌনকামনা চরিতার্থে বিভিন্ন ভাবে বলাৎকারের চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশিরা বুঝতে পেরে অভিযুক্ত মজিবরকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় শিশুর মা বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করলে সেই অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহন করে মডেল থানা পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বলাৎকারের চেষ্টা এমন অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে অভিযুক্ত আসামীকে আটক করা হয়। পরে আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আসামিকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।