বাগাতিপাড়ায় ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩০ জন!
- আপডেট সময় : ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ৩৪৭ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় ২ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে ৫ টি ইউনিয়নে মোট ৩০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পাঁকা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নৌকার প্রার্থী মেহেদী হাসান দোলন, সতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন, নেকবর হোসেন, আমজাদ হোসেন এবং ময়েজ উদ্দিন।
সংরক্ষিত মহিলা প্রার্থী-১৪ জন। পুরুষ মেম্বার প্রার্থী- ৪৪ জন। এই ইউনিয়নে মোট ভোটার-২২৫৬৯ জন।
মোট- ২৩৬৩৬ জন ভোটারের ২ নং জামনগর ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুস, সতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন, গোলাম রব্বানী, মাহাতাব উদ্দিন এবং অধ্যাপক শাহ আলম। সংরক্ষিত মহিলা প্রার্থী-১৬ জন। পুরুষ মেম্বার প্রার্থী- ৪৭ জন।
বাগাতিপাড়া সদর ৩ নং ইউনিয়নে নৌকার প্রার্থী মজিবর রহমান, লাঙ্গল প্রার্থী আকরাম হোসেন, সতন্ত্র প্রার্থী আব্দুল মালেক, আজিজুল হক, হানিফুর রহমান এবং আমিরুল ইসলাম টারজান। মোট ভোটার – ১৬০০৭ জন।
এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা প্রার্থী-১১ জন। পুরুষ মেম্বার প্রার্থী- ৩৫ জন।
৪ নং দয়ারামপুর ইউনিয়নে মোট ভোটার- ২৪৩৩৭ জন। এখানে নৌকার প্রার্থী মাহবুর রহমান মিঠু, সতন্ত্র প্রার্থী লুৎফর রহমান, আজিজুল হক, সাইফুল ইসলাম এবং আরশেদ আলী। সংরক্ষিত মহিলা প্রার্থী-১৮ জন। পুরুষ মেম্বার প্রার্থী- ৪৪ জন।
উপজেলার ৫ নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে জহুরুল ইসলাম নৌকা, বেলাল হোসেন লাঙ্গল এবং সতন্ত্র প্রার্থী হিসেবে আবুল কালাম, আজিজুর রহমান, মোশারফ হোসেন, রাকিব হাসান, জহুরুল ইসলাম, সাইদুল ইসলাম এবং এস এম লেলিন ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এছাড়া সংরক্ষিত মহিলা প্রার্থী-১০ জন ও পুরুষ ইউপি সদস্য প্রার্থী- ২৯ জন নির্বাচন করবেন। এ এলাকায় মোট ভোটার- ১৩৫৩৪ জন।
বাগাতিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, বাগাতিপাড়ার ৫ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৮৩ জন। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থী প্রতাহার ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ ২৮ নভেম্বর।
অপরদিকে বাগাতিপাড়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য অপ্রতিদ্বন্দ্বী সদস্য হয়েছেন যোগিপাড়ার আব্দুল্লাহ শেখ।