বাগাতিপাড়ায় ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- আপডেট সময় : ১১:৫৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। আজ ২৬ মার্চ ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার আওয়ামীলীগ, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন নানান কর্মসূচি গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে বাগাতিপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল ও বীর মুক্তিযোদ্ধারা পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, পৌর মেয়র এমকেএম শরিফুল ইসলাম লেলিন সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পন করেন।
পরে বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে মহান স্বধীনতা দিবসের দ্বিতীয় অধিবেশন শুরু এবং আয়োজিত কুচকাওয়াজ এ অংশগ্রহণকারী প্যারেডদের কাছ থেকে সালাম গ্রহণ করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ।
কুচকাওয়াজ এর পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লেতে প্রদর্শন করেন।
বিকেল সাড় ৩টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন সন্ধ্যায় উক্ত বিদ্যালয় মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়।