বাগাতিপাড়ায় ৪টি বাড়িতে অগ্নিকাণ্ড; ক্ষতি ২৫ লক্ষ টাকা!
- আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে গেছে ৪টি বাড়ির ১৭টি ঘর।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার বাজিতপুর গ্রামের মনোয়ার হোসেন ও তাঁর তিন ছেলে রুবেল হোসেন, মঞ্জুর রহমান এবং রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকা শালাইনগর গ্রামের আজাদ আলীর সেমি পাকা বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে ঘরগুলো পুড়ে যায়।
স্থানীয়রা জানায়, মনোয়ার হোসেন ও তাঁর ছেলেরা এক বাড়িতে থাকলেও সকলের সংসার আলাদা। এবং সবার থাকার ঘর ও আনুষঙ্গিক রান্না ঘর, গোয়াল ঘর এবং খড়ির ঘর ছিল। এলাকাবাসীর ধারণা, শনিবার রাতে রান্না ঘরের বৈদ্যুতিক তার থেকে শট সার্কিটে প্রথমে আগুনের সুত্রপাত হয়। এবং পরে সেখানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে দ্রুত আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। সেই আগুনে নগদ টাকা, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, আসবাবপত্র, ঘরে থাকা ফসল পেঁয়াজ,রসুন, ভুট্টা এবং জামা-কাপড় সব পুড়ে যায়। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসলে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্র তাঁরা দ্রুত সেখানে ছুটে যান। এবং তাঁদের চেষ্টায় ওই বাড়ির দুইটি ঘর কম ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি অন্য বাড়িগুলো আগুন থেকে রক্ষা পায়। তাঁদের ধারণা বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।