বাগাতিপাড়ায় ৩ স্বতন্ত্র চেয়ারম্যান ও ৬ সদস্য প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- আপডেট সময় : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ৭৩৫ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধি, বাগাতিপাড়াঃ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত সর্বশেষ তথ্য ৫টি ইউনিয়নে মোট বৈধ ২৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন, ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নে সাইদুল ইসলাম ও আজিজুর রহমান এবং দয়ারামপুর ইউনিয়নে সাইফুল ইসলাম।
অন্যদিকে ৫৯ জন সংরক্ষিত বৈধ নারী প্রার্থীর মধ্যে কেউই তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি।
এছাড়াও ইউপি সদস্য পদে বৈধ ১৯৯ জন প্রার্থীর মধ্যে ৬ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৯২ জন।
উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে পাঁকা ইউনিয়নে ৫ জন, জামনগর ইউনিয়নে ৫ জন, সদর ইউনিয়নে ৬ জন, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে ৬ জন এবং দয়ারামপুর ইউনিয়নে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।
উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৩, যার মধ্যে নারী ভোটার সংখ্যা ৫০ হাজার ৫০ এবং পুরুষ ৫০ হাজার ৩৩। উপজেলার ৫টির সবকটি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।