বাগাতিপাড়ায় সুরক্ষা সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জিমনেসিয়াম হল রুমে নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ নাজমুস সাকিব।
অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলার ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়,৪১ টি মাধ্যমিক বিদ্যালয়,১১কলেজ,০৭ টি মাদরাসা ও ০৬ কারিগরি বিদ্যালয়ে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি প্রতিষ্ঠানে ১০০ টি মাক্স, ৪টি হ্যান্ডস্যানিটাইজার,৪ টি সাবান বিতরণ করা হয়।
এছাড়াও ১০ টি প্রতিষ্ঠানে থার্মাল স্ক্যানার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ টি পাল্স অক্সিমিটার দেওয়া হয়।