বাগাতিপাড়ায় শত্রুতা করে জমির আখ পুড়ানোর অভিযোগ; ৩ লাখ টাকার ক্ষতি!

- আপডেট সময় : ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ৬০১ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় শত্রুতা করে জমির আখ পুড়িয়ে ৩ লাখ টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জমির মালিক আলাউদ্দিন মঙ্গলবার রাতে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নূরপুর মালঞ্চি গ্রামের মৃত সমেশ প্রামানিকের ছেলে আলাউদ্দিন একই উপজেলার কোয়ালিপাড়া মাঠে চার বিঘা জমিতে আখের চাষ করেন। মঙ্গলবার বিকালে কে বা কারা ওই জমির আখ আগুন দিয়ে পুুড়িয়ে দেয়। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কৃষক আলাউদ্দিনের ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন জমির মালিক।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।