বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২জনের জরিমানা
- আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ৩৭৯ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ পাওয়ার ক্রাশার ও ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নাটোর সুগার মিলস এর উপ-প্রধান (সম্প্রঃ) ফারুক আহমেদ’র অভিযোগের ভিত্তিতে সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় থানা পুলিশের সহযোগিতায় উপজেলার উত্তর মুরাদপুর ও টুনি পাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা।
উপজেলা ভূমি অফিস ও নাটোর সুগার মিলস অফিস সূত্রে জানা যায়, সরকারিভাবে নিষিদ্ধ অবৈধ পাওয়ার ক্রাশারের মাধ্যমে আখ মাড়াই করে এবং বিষাক্ত কিছু উপাদান দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের আব্দুল কাদেরর ছেলে শরিফুল ইসলামের ২০ হাজার টাকা এবং টুনি পাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ইউসুফ আলীর ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা সত্যতা নিশ্চিত করে বলেন, অত্যাবশ্যাকিয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬’র ৩(১) ধারা লঙ্ঘন করে খাদ্যপন্যে (গুড়ে) হাইড্রোজ সহ বিভিন্ন বিষাক্ত উপদান ব্যবহার করে মানুষের জীবনকে নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত করার অপরাধে পৃথক দুটি মামলা দিয়ে ২০ হাজার টাকা করে তাদের দুইজনের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এ সময় আখ মাড়াই করার অবৈধ পাওয়ার ক্রাশারের যন্ত্রাংশ জব্দ করা হয়।
এ বিষয়ে নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ আবু বকর বলেন, অবৈধ পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াই করে নাটোর সুগার মিলের চিনি উৎপাদনের আখ হ্রাস করা হচ্ছে। যাতে করে সুগার কর্পোরেশন তথা সরকার ক্ষতির মুখে পড়বে। তিনি আরও বলেন, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত সরকারি আদেশ বাস্তবায়নে নাটোর সুগার মিলস বদ্ধপরিকর।