বাগাতিপাড়ায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ১০:২৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ৩০৬ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ৪১ সদস্য বিশিষ্ট
উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠণ করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির নেতৃবৃন্দ গঠিত নতুন কমিটির নেতৃবৃন্দের হাতে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।
গত ২৩ অক্টোবর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেলের যৌথ সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
এতে বাগাতিপাড়ার পৌর মেয়র মোঃ মোশাররফ হোসেনকে আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমানকে সদস্য সচিব এবং মোঃ শরিফুল ইসলাম লেলিন, মোঃ নেকবর হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক, তোফাজ্জাল হোসেন মিঠু, হাবিবুর রহমান হাবিব ও খোদেজা বেগম আল্লাদীকে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে মোঃ আমিরুল ইসলাম জামালকে আহ্বায়ক, মোঃ মাইনুল ইসলামকে সদস্য সচিব এবং শামীমুর রহমান, হায়দার আলী, হোসনে আরা কাউন্সিলরকে যুগ্ম আহ্বায়ক করে বাগাতিপাড়া পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।