বাগাতিপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার বড়াল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন, মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি আল-আফতাব খান সুইট সহ, ইমাম, পুরোহিত সহ সুধীজন উপস্থিত ছিলেন।
আগামী ২০ ফেব্রুয়ারী দিবাগত রাত (১২ টা ১ মিনিট) এ পুস্পস্তবক অর্পণের ক্ষেত্রে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৫ জন এবং ব্যাক্তি পর্যায়ে দুইজন করে উপস্থিত হতে পারবেন বলে সভায় বলা হয়।