বাগাতিপাড়ায় নৌকা’র পোস্টার ছেঁড়ায় থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৩:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ৬৩৩ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জহুরুল ইসলামের নৌকা প্রতিকের পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রার্থী নিজে বাদি হয়ে শনিবার (১৩ নভেম্বর) এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী হয়ে জহুরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে উপজেলার ৫ নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে অংশগ্রহন করেছেন। সেমোতাবেক তিনি প্রতীক বরাদ্দ পেয়ে তার নির্বাচনী এলাকায় পোস্টার টাঙিয়েছেন। শুক্রবার বিকাল ৫টায় তার নির্বাচনী এলাকার হাটদৌল নোয়াখালি পাড়ায় টাঙানো ওই পোস্টার এই উপজেলার সাতসৈল গ্রামের আব্দুস সালামের ছেলে সিহাব হোসেন অপরিচিত দুইজনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে গিয়ে ছিঁড়ে ফেলে। এরপর এদিন রাত ৭ টার দিকে সাইলকোনা বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্প ভাংচুরের চেষ্টাসহ প্রীর্থী জহুরুলকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় শনিবার জহুরুল ইসলাম বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।