বাগাতিপাড়ায় ধারালো অস্ত্রসহ কিশোর আটক
- আপডেট সময় : ০১:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় ধারালো অস্ত্রসহ কিশোর আটক
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় ধারালো অস্ত্রসহ কিশোর আটক। নাটোরের বাগাতিপাড়ায় ধারালো অস্ত্র চাইনিজ কুড়ালসহ আলিফ নামে দশম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরের উপজেলা চত্ত্বর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলিফ (১৬) বাগাতিপাড়া পৌর এলাকার সোনাপাতিল মহল্লার বকুলের ছেলে ও বাগাতিপাড়া মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী সরকারের মাধ্যমে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে মোট দুটি ভেনুতে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কোভিড ১৯ টিকা প্রদানের কার্যক্রম চলছে।
সেখানে আলিফের চলাফেরা সন্দেহজনক দেখে উপজেলার এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মাধ্যমে উপজেলা চত্বরে ডিটিরত পুলিশে জানানো হয়। পরে পুলিশ এসে তার ব্যাগ তল্লাশি করে একটি ধারালো অস্ত্র চাইনিজ কুড়াল দেখতে পায়। তাৎক্ষণিকভাবে আলিফকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত কিশোরকে থানায় এনে জিজ্ঞেসাবাবদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরে পরবর্তী আইনিপদক্ষেপ নেয়া হবে।