বাগাতিপাড়ায় দুই বন্ধুর বিবাদে বাবা আহত; বাবা-ছেলে সহ আটক চার
- আপডেট সময় : ০৭:০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় দুই বন্ধুর বিবাদে বাবা আহত; বাবা-ছেলে সহ আটক চার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় দুই বন্ধুর বিবাদে বাবা আহত; বাবা-ছেলে সহ আটক চার। দুই বছর পূর্বের একটি ঘটনা কে কেন্দ্র করে দুই বন্ধুর বিবাদের ঘটনায় এক বন্ধুর বাবাকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে অপর বন্ধু ও তার বাবা সহ সহযোগী। ভিনগ্রাম থেকে এসে বাড়িতে ঢুকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে ওই গ্রামবাসী। এ সময় শতশত গ্রামবাসীর রোষানলে পড়ে গুদামে লুকিয়ে প্রাণে রক্ষা পান প্রতিপক্ষরা। পরে গুদাম ঘর থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। রোববার নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুই বছর পূর্বে লোকমানপুর স্কুলের দশম শ্রেণীর ছাত্র অনিক ও মোশারফের মধ্যে মারামারির ঘটনার জের ধরে রোববার সকালে অনিক তার বন্ধুদের সাথে নিয়ে মোশারফকে মারপিট করে। এ ঘটনা মোশারফ তার বাবা পার্শ্ববর্তী লালপুর উপজেলার কামারহাটী গ্রামের মাসুদকে জানালে ওইদিন দুপুরে তার মাসুদসহ কয়েকজন লোক বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামে অনিকের বাড়িতে ছুটে আসে। অনিককে বাড়িতে না পেয়ে তার বাবা আমিরুলের সাথে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে আমিরুল ভয় পেয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে প্রতিবেশি লায়েবের বাড়িতে ঢুকে পড়েন। পিছু নিয়ে মোশারফ ও তার বাবাসহ চারজন লায়েবের বাড়িতে ঢুকে আমিরুলকে বেধড়ক মারপিট শুরু করে। এসময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে আহত অবস্থায় আমিরুলকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে পুরো গ্রামবাসী মোশারফসহ তার লোকজনকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তাদের ধাওয়া দিলে গ্রামবাসীর রোষানলে পড়ে অবস্থা বেগতিক দেখে চিথলিয়া বাজারের একটি গুদাম ঘরের মধ্যে ঢুকে পড়ে মোশারফসহ ওই চার ব্যক্তি। এসময় উত্তেজিত জনতা বাইরে থেকে তাদের বের করার চেষ্টা করেন। পরে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নেয়।প্রত্যক্ষদর্শী লায়েবের ভাই সাবানের স্ত্রী হীরা বেগম বলেন, তার চোখের সামনেই আমিরুলকে বেধড়ক পেটানো হয়েছে। সেসময় তিনি নিজেও চিৎকার চেঁচামেচি শুরু করলে শত শত গ্রামবাসি ছুটে আসেন।
এব্যাপারে ওসি সিরাজুল ইসলাম বলেন, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ স্থানীয় অধ্যক্ষ নেকবর হোসেনের গুদাম ঘর থেকে চারজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মারপিটের শিকার আমিরুলের স্ত্রী বাদি হয়ে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় থানায় একটি এজাহার দাখিল করেছে। তারই প্রেক্ষিতে আজ সোমবার (৭ মার্চ) সকালে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে।