বাগাতিপাড়ায় দিন ব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ২০২২ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় দিন ব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ২০২২ অনুষ্ঠিত
বাগাতিপাড়া, নাটোর প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় দিন ব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ২০২২ অনুষ্ঠিত। পশুপ্রাণী পালনে সফলতা বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় দিন ব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ২০২২ এর অনুষ্ঠিত হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে শনিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, পৌর আওয়ামিলীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু।
এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণেরের পাশাপাশি যুবকরা অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব। যে সকল বেকার অযথা এদিক সেদিক ঘোরাফেরা করে তাদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন আপনারা গবাদিপশু, পাখি পালনে এগিয়ে আসেন আপনাদের সহযোগিতা করা হবে। আমার বিশ্বাস আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চন্দন কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, মৎস্য কর্মকর্তা বাবুল আক্তার।
দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৩৭টি স্টল অংশগ্রহণ করেন। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার কবুতর ষাড় গরু, গাভি গরু, মহিষ, ছাগল, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়। বিকেলে চার ক্যাটাগরিতে চারজনকে পুরস্কৃত করা হয়।