বাগাতিপাড়ায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- আপডেট সময় : ০২:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ৪১ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক শোভা যাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে।
পরে উপজেলা প্রশাসনের সামনের মাঠে ফিতা কাটার মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এসময় অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এরপর জিমনেসিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী।
এছাড়াও বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম অনন্যা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি প্রমুখ।