বাগাতিপাড়ায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ৪১ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
বাগাতিপাড়ায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। নাটোরের বাগাতিপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা বড়ল সভাকক্ষে নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরশাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা। বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমাণ্ডার আজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আবসর প্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা বাগাতিপাড়া উপজেলা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, ইসলামী ফাউণ্ডেশনের শাহাদত হোসেন, বাগাতিপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজলুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সদস্য রাশেদুল আলম রুপক প্রমুখ।
সভায় মুক্তিযুদ্ধের সময়কার উত্তাল মার্চের জানা অজানা বাস্তব ঘটনা বলি তুলে ধরা হয় এবং ২৫ মার্চ গণহত্যা দিবস কে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের দাবি জানান হয়।