বাগাতিপাড়ায় করোনা টিকা নিতে এসে এক ব্যক্তির মৃত্যু
- আপডেট সময় : ১১:১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ৩৫৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় করোনা টিকা গ্রহণ করতে এসে নিজাম উদ্দিন (৭০) নামে এক ব্যাক্তির আকর্ষিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
মৃত নিজাম উদ্দিন উপজেলার গালিমপুর মন্ডলপাড়ার মৃত নয়ন আলীর ছেলে ছিলেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা ভ্যাক্সিন এর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার সকালে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে এসে লাইনে দাড়ান নিজাম। এ সময় দ্বিতীয় ডোজ টিকা নিতে তার কাছে থাকা কাগজের ফটোকপি লাগবে জানতে পেয়ে সেটি ফটোকপি করতে যান। হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন কে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকর্ষিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজাম উদ্দিনের মৃত্যু হয়েছে। পরে তার পরিবারের লোকজন এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।