সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের নিচে চাপা পড়ে মোহম্মদ আলী নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার যুগিপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহম্মদ আলী যুগিপাড়া এলাকার মুসার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে যোগিপাড়া চার মাথা মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় নাটোর থেকে বাগাতিপাড়াগামী একটি যাত্রিবাহি ইজিবাইক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে আহত মোহম্মদকে আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।