বাগাতিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের গবাদিপশু
- আপডেট সময় : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের গবাদিপশু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের গবাদিপশু।
নাটোরের বাগাতিপাড়ায় কৃষক মোজাম্মেল মন্ডলের গোয়াল ঘরসহ গরু, ছাগল আগুনে পুড়ে গেছে। আর গরু বাঁচাতে গিয়ে ঝলসে গিয়েছেন ওই কৃষক।
রোববার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের ডাকরমারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মোজাম্মেল ওই গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে। এতে প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার।স্থানীয়রা জানায়, মশা থেকে রক্ষা জন্য রাতে গরুর ঘরে কয়েল দিয়েছিলেন। সেই কোয়েল থেকে রাত নয়টার দিকে ঘরে আগুন লাগলে প্রতিবেশী একজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। তখন বাড়ির মালিক মোজাম্মেল গরু বাঁচতে আগুন লাগা ঘরে প্রবেশ করতে গিয়ে ঝলসে যান। তারপরও তিনি একটি গর্ভবতী গাভী ও একটি বকনা গরুকে প্রাণে বাঁচতে পরলেও গরু দুটির পুরো শরীর ঝলসে যায়। আর দুইটি গর্ভবতী ছাগল ও ২৫ টি মুরগী পুড়ে মারা যায়। সাথে প্রায় ১০ হাজার আওড় পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং শোবার ঘরটি রক্ষা পায়।