বাগাতিপাড়ায় অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
- আপডেট সময় : ০২:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল দশটায় বড়াল সভা কক্ষে এই সেমিনারের আয়োজন করেন।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল এর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা শাখা সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ।
এছাড়াও বক্তব্য দেন, প্রাণী সম্পদ কর্মকর্তা হুসাইন মোঃ রাকিবুল ইসলাম, কৃষি অফিসার মোমরেজ আলী, ক্যাবের সেক্রেটারি সাংবাদিক আরিফুল ইসলাম তপু, অতিথি শ্যামল কুমার রায় সহ অনেকেই।
সেমিনারে ক্যাব এর বাগাতিপাড়া উপজেলা কমিটি, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।