বাগাতিপাড়ার নির্বাচন হবে দেশের শ্রেষ্ঠ নির্বাচন- সভায় বক্তারা
- আপডেট সময় : ১১:৩৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ৩৬৯ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়াঃ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) উপজেলা জিমনেসিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা (পিপিএম বার) ও জেলা নির্বাচন অফিসার আছলাম।
এ সময় বক্তারা বলেন, আগামী ২৮ নভেম্বর এই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে। সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়াও মোঃ শফিক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আবদুল মজিদ সহ আরো অনেকই।
আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধী মেনে প্রচারণা করতে এবং অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর বাগাতিপাড়া ৫ টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৫৯ জন এবং ১৯২ জন প্রার্থী সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী করবেন।