বাগাতিপাাড়ায় বেওয়ারিশ হিসেবে দাফন হলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ!
- আপডেট সময় : ০৭:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
বাগাতিপাাড়ায় বেওয়ারিশ হিসেবে দাফন হলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ!
নাটোরের বাগাতিপাাড়ায় রেল ব্রিজের নিচে পড়ে থাকা সেই অজ্ঞাত ব্যক্তির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন করা হয়েছে। উপজেলা ও পৌর প্রশাসনের সার্বিক তত্বাবধানে স্থানীয় যুবকদের সহযোগিতা মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে বাগাতিপাড়া পৌর ভবন সংলগ্ন লক্ষনহাটি, পেড়াবাড়িয়া, সোনাপাতিল কেন্দ্রীয় কবরস্থানে ইসলামি শরিয়া আইন অনুযায়ী মাওলানা রেজাউল করিমের ইমামতিত্বে জানাযার নামাজ শেষে দাফন করা হয়।
এর আগে গত সোমবার (৯ ডিসেম্বর) সকালে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের ইয়াছিনপুর ২২৫ নং রেল ব্রিজের নিচে ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারে করে এবং তার পরিচয় সনাক্তের জন্য পিবিআই ও সিআইডির সহযোগিতা নেয়। কিন্তু তাতেও তার পরিচয় না মিললে ময়নাতসন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরদিন মঙ্গলবার মর্গ থেকে লাশ ফেরত এনে রাত ৮টার দিকে জানাজা শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) আমিনুল হক জানান, অজ্ঞাত সেই ব্যক্তির লাশটি উদ্ধার করে পিবিআই ও সিআইডি টিমের সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে অবশেষে মৃতদেহটির ময়নাতদন্ত শেষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় থানার পুলিশের উপস্থিতিতে দাফনকাজ সম্পন্ন হয়। ওসি জানান, ব্রিজের ওপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটির পরনে ছিল সাদা চেকের লুঙ্গি আর গায়ে ছিল সাদা রঙের দাগকাটা টি-শার্ট, সাথে ছিল সাদা রঙ্গের পোটলা ও দুটি কম্বল।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক সূরাইয়া মমতাজ বলেন, বাগাতিপাড়ায় পড়ে থাকা সেই অজ্ঞাত ব্যক্তির লাশের কোন পরিচয় সনাক্ত না হওয়ার কারণে এডিএম স্যারের নির্দেশক্রমে পৌর ও থানার স্টাফদের মাধ্যমে লাশ দাফন সম্পন্ন হয়।